বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের আওতায় জয়িতা ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হস্ত ও কারু শিল্পের প্রতিষ্ঠান জরিপের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি গত ১২ ডিসেম্বর পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত হয়। সারা দেশে ১৮৫ জন তথ্যসংগ্রহকারী কাজ করবেন। পেকুয়া উপজেলায় ১৭৭ টি প্রতিষ্ঠানে/খানায় ৪ জন তথ্য সংগ্রহকারী আগামী ১৮ ডিসেম্বর -২০২২ থেকে ৬ জানুয়ারি -২০২৩ পর্যন্ত কাজ করবেন।
গত ১২ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব শেখ কাবেদুল ইসলাম এসময় তিনি বলেন, কারু শিল্প প্রতিষ্ঠান জরিপ দেশের প্রথম কারু শিল্প সংশ্লিষ্ট জরিপ।জরিপটি পরিচালিত হলে এই শিল্পের সাথে জড়িত জনবল ও প্রতিষ্ঠানের সংখ্যা এবং উৎপাদিত পণ্যের পরিসংখ্যান সরবারহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী এসময় তিনি বলেন, জরিপটির মাধমে হালনাগাদকৃত তথ্য পাওয়া যাবে। এটি শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং এর পরিচালক কবীর আহমেদ বলেন, দিন দিন হস্তশিল্প বিলুপ্তপ্রায়। তবে বর্তমানে উদ্যোক্তারা যেভাবে কাজ করছে নতুন করে ফিরে আসবে কাজের প্রয়াস।
আরও উপস্থিত ছিলেন কম্পিউটার উইং এর পরিচালক আবুল কালাম আজাদ, পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং এর জয়িতা প্রকল্পের পরিচালক জেরিনা পাশা।
এই কাজে কক্সবাজার সদর উপজেলায় সকলের সহযোগিতা কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস