Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার ( নাগরিক সনদ )

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)

 

লক্ষ্য (VISION)

জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা লাভ ।

দায়িত্ব (MISSION)

        বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি, জাতীয় আয়ও বাণিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রান্ত বিষয়ে সঠিক ও মানসন্মত হালনাগাদ পরিসংখ্যান সরবরাহ করা, পাশাপাশি, নীতি নির্ধারক পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষণা/জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্যও উপাত্ত পরিবেশন করা ।

 

সেবাসমূহ :

১। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ:

 

২। প্রতি দশ বৎসর অন্তর আদমশুমারি, কৃষিশুমারি এবং অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ :

 

৩। মোট দেশজ উৎপাদন (GDP)।এবং প্রবৃদ্বির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা, সঞ্চয় বিনিয়োগ, ভোগ মাথাপিছু আয় ইত্যাদি নিরুপন ও প্রকাশ :

 

৪। ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রার ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভূক্ত করে মাস ভিক্তিক ভোক্তা মূল্যসূচক (cpi) নিরুপন ও প্রকাশ :

 

৫।  বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ :

 

৬। বিভিন্ন পেশার নিয়োজিত শ্রমিকদের মজুরী হার ও মজুরী সূচক প্রস্তুত ও প্রকাশ :

 

৭। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ:

 

৮। শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংকলণ ও প্রকাশ :

 

৯। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরুপনের জন্য Gender statistics প্রস্তুত ও প্রকাশ করা :

 

১০। খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ।